লোহাগাড়ায় অস্ত্রের মুখে কিশোরকে অপহরণ,৩ ঘণ্টা পর মুক্তি

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ৮ জানুয়ারি, ২০২৫ at ৭:৫৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় মো. সাকিব (১৭) নামে এক কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করেছে একদল দুর্বৃত্ত। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। একইদিন রাত ১০টার দিকে মুক্তিপণ নিয়ে একই ইউনিয়নের মনুফকির হাট বাজার এলাকায় তাকে মুক্তি দেয়া হয়। অপহৃত কিশোর সাকিব উপজেলার আধুনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রশিদের ঘোনা এলাকার শাহ নেওয়াজ ফকিরের পুত্র।

অপহৃত কিশোরের পিতা শাহ নেওয়াজ ফকির জানান, তার ছেলে ওয়ারিং মিস্ত্রি। ঘটনার দিন সন্ধ্যায় এক মহিলা জরুরি ভিত্তিতে পানির মোটর মেরামত করার জন্য ফোন করে সাকিবকে বড়হাতিয়ার গুচ্ছগ্রাম এলাকায় বাড়িতে যেতে বলেন। এরপর সিএনজি টেঙি যোগে দ্রুত সেখানে গিয়ে ওই মহিলার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এই সময় নির্জন এলাকায় হঠাৎ দুইজন লোক এসে অস্ত্রের মুখে জিম্মি করে তার ছেলের মুখ বেঁধে পাহাড়ের দিকে নিয়ে যায়। পরে সাকিবের মোবাইল থেকেই তাকে ফোন করে অর্ধলাখ টাকা একটি বিকাশ নম্বরে পাঠাতে বলে। অন্যথায় ছেলেকে জানে মেরে ফেলার হুমকি দেয়। এই সময় তার ছেলেকে মারধর করায় মোবাইল ফোনে কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। পরে আত্মীয়স্বজনের কাছ থেকে টাকা জোগাড় করে অপহরণকারীদের দেয়া বিকাশ নম্বরে প্রেরণ করা হয়। টাকা পাওয়ার কিছুক্ষণ পর তার ছেলেকে কৌশলে সকলের অগোচরে মনুফকির হাট বাজারে এনে ছেড়ে দেয়।

বড়হাতিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মুহাম্মদ ওসমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃত কিশোরের পিতা বিকাশে মুক্তিপণ দিয়ে তার ছেলেকে অপহরণকারীদের হাত থেকে মুক্ত করেছেন। পরে বিষয়টি মৌখিকভাবে থানা ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, অপহরণের ঘটনার ব্যাপারে কেউ থানায় লিখিত অভিযোগ করেন নাই। অভিযোগ ফেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে দুই ছিনতাইকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমন্ত্রণালয়ের কাছে সরকারি চাকুরেদের দ্বৈত নাগরিকত্বের তথ্য চেয়েছে দুদক