লোহাগাড়ায় অস্ত্রসহ দম্পতি গ্রেপ্তার

ডাকাতির মালামাল উদ্ধার

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ২২ জুন, ২০২৫ at ৬:০৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় অস্ত্রসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উপজেলার আধুনগর ইউনিয়নের খাসমহাল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বাঁশখালী থানার শেখেরখীল গুলুল্যাখালী মাইজ পাড়ার বাসিন্দা বর্তমানে বান্দরবানের লামা থানা আজিজনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হিমছড়ি পাড়ার (বাঁশখাইল্যাপাড়া) মো. ইউনুছ আহম্মদের পুত্র মো. মনজুর আলম (৫১) ও তার স্ত্রী হাছিনা বেগম (৪০)

পুলিশ জানায়, ঘটনাস্থলে ফাঁকা জায়গায় এক দম্পতিকে সন্দেহজনক দাঁড়িয়ে থাকতে দেখে তাদেরকে গ্রেপ্তার করে তল্লাশি করা হয়। এ সময় মনজুর আলমের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতরে কাঁচা সবজির নিচে রাখা ২টি দেশীয় এলজি ও হাছিনা বেগমের ডান হাতে থাকা ছোট হাত ব্যাগ তল্লাশি করে ৫ রাউন্ড গুলি, ১ ভরি ৭ পয়েন্ট ওজনের স্বর্ণের ৫টি কানের দুল, ৪টি রিং, ২টি আংটি, ১ ভরি ১২ আনা ৩ পয়েন্ট ওজনের সিটি গোল্ডের লকেটযুক্ত ১টি চেইন, ৬টি কানের দুল, ২টি মোবাইল ফোন ও নগদ ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দম্পতিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি নিয়ে গ্রেপ্তার মনজুর আলম তার সহযোগী অন্যান্য ডাকাত দলের সদস্যদের সহায়তায় বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকে। গত ১৯ জুন পটিয়া থানা এলাকায় একটি বসতঘরে এসব অস্ত্রগুলি নিয়ে ডাকাতি করেছিল। ডাকাতি শেষে ঘটনাস্থলে স্থানীয়দের ধাওয়া খেয়ে অস্ত্রগুলি, স্বর্ণালংকার ও নগদ টাকা আধুনগরের খাসমহল এলাকায় একটি পরিত্যক্ত ঝোঁপের মধ্যে লুকিয়ে রেখেছিল। রাতে সুযোগ বুঝে স্ত্রীর সহায়তায় মালামালগুলো নিয়ে বাসযোগে আজিজনগর যাওয়ার সময় চুনতি এলাকায় পুলিশি চেকপোস্ট আছে জানতে পেরে ঘটনাস্থলে বাস থেকে নেমে যায়। এছাড়া ভিন্ন কৌশলে বাড়িতে যাওয়ার জন্য অপেক্ষা করছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গ্রেপ্তার দম্পতির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়। শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার মনজুর আলমের বিরুদ্ধে অর্ধ ডজন ডাকাতির মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউচ্ছেদ ঠেকাতে বিষপানে মহিলার আত্মহত্যার চেষ্টা
পরবর্তী নিবন্ধচবির ঝিরিপথে গাছ পাচার