চট্টগ্রামের লোহাগাড়ায় পূর্ব পরিকল্পিতভাবে শেখ আহমদ (৪৮) নামের এক কৃষককে জুতাপিটাসহ বেধড়ক মারধরের অভিযোগ উটেছে প্রতিপক্ষ স্কিম পরিচালকদের বিরুদ্ধে।
বুধবার (২৩ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৯ টার সময় উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া হোসনা পাড়া এলাকায় ভুক্তভোগীর কৃষি জমিতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় একই এলাকার নজির আহমদের পুত্র নুরুল আমিন ও আব্দুর রশিদের পুত্র মো: শফিকে বিবাদী করে লোহাগাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শেখ আহমদ।
অভিযোগ সুত্রে জানা যায়, ভুক্তভোগীর রোপিত কিছু ধান রোগ বালাই জনিত কারনে মরে গেছে, উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে রোগাক্রান্ত মরা ধাননগুলো কাটার জন্য গেছিলেন, আগে থেকে ওঁৎ পেতে থাকা স্কিম মালিকগন অতর্কিতভাবে স্কিম টাকার অজুহাতে বেধড়ক মারধর করেন, স্থানীয়রা এগিয়ে আসলে প্রকাশ্যে আরও মারার হুমকি দিয়ে তারা সেখান থেকে চলে যায়। আহত কৃষককে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনায় তিনি সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।
মারধরের ঘটনায় অভিযুক্ত শফির মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি, তার বক্তব্য নেওয়াও সম্ভব হয়নি।
এ বিষয়ে লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম জানান, যে বাঁধটি নির্মান করা হয়েছে সেটি অনুমোদিত নয় এবং স্কিমের টাকার জন্য ধান কাটতে বাধা দেওয়ার কোন সুযোগ নেই, বিষয়টি আমি তদন্ত করছি।
অভিযোগের বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বিষয়টি আমি জেনেছি, তদন্ত স্বাপেক্ষে আইনগত বেবস্থা নেওয়া হবে।