লোহাগাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল বনবিভাগ

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ১১ মে, ২০২৫ at ১০:৪৮ অপরাহ্ণ

লোহাগাড়ায় বনবিভাগের অভিযানে পদুয়া রেঞ্জের আওতাধীন সরকারি বন বিভাগের আনুমানিক দুই একর জমি জবরদখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে ।

রোববার(১১ মে) বিকেলে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তার নির্দেশনায় ডলুবিট কর্মকর্তা রাকিব হোসাইনের নেতৃত্বে বনবিভাগের স্টাফদের সাথে নিয়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতায় পদুয়া রেঞ্জের অধীন ডলু বন বিটে ২০২৩-২০২৪ সনে সুফল প্রকল্পের আওতায় ফারেঙ্গা মৌজায় সৃজিত ৮০ হেক্টর বাগানের মধ্যে একটি টিনের ঘর নির্মাণ করেছিল প্রভাবশালীরা। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে অভিযান চালিয়ে টিনের ঘর ভেঙে জবর দখল উচ্ছেদ করা হয়। এসময় দুই রাউন্ড ফাকা গুলি করা হয়।

ডলু বন বিট কর্মকর্তা রাকিব হোসাইন জানান, একটি প্রভাবশালী মহল কিছুদিন যাবত ফারেঙ্গা মৌজায় সংরক্ষিত বনভূমির জায়গা জবর দখল করে স্থাপনা নির্মাণ করছিল। তাই পদুয়া বনরেঞ্জ কর্মকর্তার নির্দেশনায় ডলুবিটের স্টাফদের নিয়ে অভিযান চালিয়ে বনবিভাগের জায়গা দখল করে নির্মাণকৃত টিনের ঘর ভেঙে জবর দখল উচ্ছেদ করা হয়। এ সময় দুই রাউন্ড ফাকা গুলি করা হয়। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, বনবিভাগের জায়গা রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধলামায় বিদ্যুৎস্পৃষ্টে হাটহাজারী শওকতের মৃত্যু
পরবর্তী নিবন্ধগলায় সাংবাদিকতার আইডি কার্ড, বুকে ইয়াবার চালান