লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলন, ডাম্পট্রাক, স্যালু মেশিন ও বালু জব্দ

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ১৪ জুলাই, ২০২৪ at ৮:১৯ অপরাহ্ণ

লোহাগাড়ার চরম্বায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৪ জুলাই) ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দিঘীর কোণ এলাকায় জামছড়ি খাল ও ৭ নম্বর ওয়ার্ডের উলবনিয়া খাল এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

অভিযানে সাথে ছিলেন থানার এসআই মাহফুজুর রহমান, সহকারী ভূমি কর্মকর্তা শরফুদ্দিন খাঁন সাদি, ইউপি সদস্য সৈয়দ হোসেন ও ভূমি অফিসের কর্মচারীরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল জানান, অবৈধভাবে বালু উত্তোলনের খবরে চরম্বা ইউনিয়নের ২টি স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৩ হাজার ৭৩০ ঘনফুট বালু, ১টি স্যালু মেশিন ও ১টি ডাম্পট্রাক জব্দ করা হয়েছে।

জব্দকৃত ডাম্পট্রাক ও স্যালু মেশিন স্থানীয় ইউপি সদস্যদের জিম্মায় রাখা হয়েছে। পরিবেশ ভারসাম্য রক্ষার্থে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধভরাট হচ্ছে হালদা নদীর শাখা খাল
পরবর্তী নিবন্ধআমার বাসায় পিয়ন ছিল, এখন ৪০০ কোটি টাকার মালিক: প্রধানমন্ত্রী