লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ১৫ জুলাই, ২০২৪ at ৯:৫৭ অপরাহ্ণ

লোহাগাড়ার চরম্বায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৪ জুলাই) রাত ১১টায় ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম শরফুদ্দীন খান সাদী বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলায় আসামি করা হয়েছে চরম্বা ইউনিয়ন পরিষদের ২ নাম্বার ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সওকত ওসমান (৪৬) ও মোহাম্মদ শাহজাহানকে (৪৩)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চরম্বা ইউনিয়নের উলুবনিয়া জাব্বারের ভাঙ্গা নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

এ সময় ১২ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু নিরাপত্তার স্বার্থে স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদিনের জিম্মায় রাখা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় দায়ের করা মামলায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তাদেরকে গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত অটোরিক্সা চালকের মৃত্যু
পরবর্তী নিবন্ধআনোয়ারায় যুবলীগ নেতা হত্যা ঘটনায় ১১ জনের নামে মামলা