লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের সহযোগিতায় খান ফাউন্ডেশনের উদ্যোগে গত ২৪ ফেব্রুয়ারি লোহাগাড়ার চুনতির সীরাত ময়দানে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা দিনব্যাপী বিনামূল্যে চক্ষুক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে এলাকার সুবিধাবঞ্চিত ১২শ জন রোগীকে চক্ষু রোগের চিকিৎসাসেবা প্রদান করা হয়। এদের মধ্যে ১৫০ জন রোগীকে ছানি অপারেশনের জন্য সনাক্ত করা হয় এবং পর্যায়ক্রমে চট্টগ্রাম লায়ন্স হসপিটালে সনাক্তকারী রোগীদের অপারেশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া ৫০০ জন দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী, লায়ন জাহাঙ্গীর মিয়া, ক্লাব ডিরেক্টর লায়ন জাহানার বেগম, ক্লাব ডিরেক্টর লায়ন পারভীন মাহমুদ, লায়ন হোমায়রা কবির চৌধুরী, লায়ন সুরাইয়া জান্নাত, লিও ইসমাইল বিন আজিজ আলভী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।