তোমরা দেশের লক্ষ কোটি
টাকা লুটে নিলে
দেশপ্রেমিকের ছদ্মবেশে
তোমরা দস্যু ছিলে
আম জনতা শ্রমের টাকা
ব্যাংকে জমা রাখে
দেশের অর্থনীতির গতি
এতেই সচল থাকে।
মওকা পেয়ে হাজার কোটি
করলে লোপাট টাকা
টাকার জন্য কাঁদছে গ্রাহক
ব্যাংকগুলো প্রায় ফাঁকা।
জনগণের টাকা জাতির
ভাগ্য খোলার চাবি
লোপাট টাকা ব্যাংকে ফিরুক
এই সময়ের দাবি।