লোডশেডিং ও নিত্যপণ্যের সীমাহীন ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা

দক্ষিণ জেলা বিএনপির প্রস্তুতি সভায় জাফরুল ইসলাম

| শনিবার , ৩০ জুলাই, ২০২২ at ৬:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে লোডশেডিং, জ্বালানি খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত সমাবেশ সফল করার লক্ষ্য দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী বলেন, সারা দেশে লোডশেডিংয়ে মানুষ অতিষ্ঠ। দেশের সর্বস্তরের দুর্নীতিতে মানুষ দিশেহারা। এ সব থেকে পরিত্রাণে অচিরেই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হতে হবে। আগামী ৩১ জুলাই রোববার চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত সফল করার জন্য তিনি সর্বস্তরের নেতাকর্মীদের আহবান জানান। সভাপতির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, ৩১ জুলাইর সমাবেশ সফল করতে হবে। বর্তমানে লোডশেডিং, জ্বালানী তৈল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধগতিতে মানুষ দিশেহারা। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এনাম, চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী, জামাল হোসেন, লায়ন হেলাল উদ্দিন, মফজল আহমদ চৌধুরী, নুরুল কবীর, এহসান মাওলা, হাজী মো. ইসহাক, হামিদুর হক মন্নান, শহীদুল্লাহ চৌধুরী, মাস্টার মো. লোকমান, রেজাউল হক চৌধুরী, গোলাম রসূল মোস্তাক, হাজী ওসমান, মাহমুদুর রহমান মাধু, আবদু রহিম, গাজী তাহের, আবদুর রহিম মেম্বার, আবদুল মোমেন চৌধুরী, মোহাম্মদ নুরুন্নবী, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ মহিউদ্দিন, মো. রফিক, হারুন উর রশিদ, এস.এম নুরুল হক, সরওয়ার হোসেন মাসুদ, রফিক ডিলার, মো. ইসমাইল, আবু সাইয়েদ মোহাম্মদ টিটু, মাওলানা ফোরকান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রণয় ভার্মা বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার
পরবর্তী নিবন্ধবিএনপি-জামায়াতের কর্মসূচির সঙ্গে জনসম্পৃক্ততা নেই