লোক চক্ষুর আড়ালে অনুশীলন ব্রাজিল-আর্জেন্টিনার

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৯ ডিসেম্বর, ২০২২ at ৭:০৬ পূর্বাহ্ণ

আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার-ফাইনালের লড়াই। শিরোপা থেকে তিন ধাপ দূরে আছে লাতিন আমেরিকার দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা। শেষ আটের লড়াইয়ের প্রস্তুতি তারা শুরু করেছে। তবে ‘ক্লোজড ডোর’ অনুশীলন করেছে দুই দল। কারো অনুশীলনে গণমাধ্যমকর্মীদের প্রবেশের অনুমতি ছিল না। কাতার বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর মাঠে প্রস্তুতি নিয়েছে আর্জেন্টিনা। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা আজ শুক্রবার সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। একই দিন গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এ ম্যাচ সামনে রেখে আল আরাবি স্পোর্টস ক্লাব মাঠে অনুশীলন করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

রেকর্ড পাঁচ শিরোপার সর্বশেষটি ব্রাজিল জিতেছে ২০০২ সালে। আর্জেন্টিনার সবশেষ বিশ্বকাপ জয়ের স্মৃতিতে ধুলে জমেছে আরও বেশি। দিয়েগো ম্যারাদোনার হাত ধরে সবশেষ ১৯৮৬ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল আলবিসেলেস্তারা। জাদুকর লিওনেল মেসির হাত ধরে এবার শিরোপা খরা কাটাতে মুখিয়ে আর্জেন্টিনা। অন্যদিকে ব্রাজিল সওয়ার হয়েছে নেইমারের মতো অভিজ্ঞ, রিচার্লিসন-ভিনিসিউস জুনিয়রদের মতো তরুণদের কাঁধে। কাতার বিশ্বকাপের শেষ ষোলোর বৈতরণী ব্রাজিল পার হয়েছে অনায়াসে। এশিয়ার দল দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা ।

এশিয়ার আরেক দল অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। সবশেষ রাশিয়া বিশ্বকাপে এই দুই দলের অভিজ্ঞতা সুখকর ছিল না। আর্জেন্টিনার অভিজ্ঞতা ছিল আরও বেশি তিক্ত। ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলে হেরেছিল তারা। নকআউট পর্বের শুরুতে জয় পেলেও পরের ধাপে বিদায় ঘণ্টা বাজে ব্রাজিলের। বেলজিয়ামের কাছে ২-১ ব্যবধানে হেরে যায় সেলেসাওরা। গ্রুপ পর্বে এবার আর্জেন্টিনা ও ব্রাজিলের শুরু ও শেষ দুই রকম। সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে যাত্রা শুরু করা মেসি-মার্তিনেসরা পরের দুই ম্যাচে মেঙিকো ও পোল্যান্ডকে হারিয়ে উঠে আসে নকআউট পর্বে। অন্যদিকে সার্বিয়া ও সুইজারল্যান্ডকে হারানোর পর আফ্রিকার দল ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরে যায় ব্রাজিল। অবশ্য ওই ম্যাচের বেঞ্চের শক্তি পরীক্ষা করেছিলেন সেলেসাও কোচ তিতে।

দক্ষিণ কোরিয়া বাধা পেরুনোর পরের দিন উন্মুক্ত সেশন করেছিল ব্রাজিল। আল আরাবি স্পোর্টস ক্লাব মাঠ গণমাধ্যমকর্মী, এমনকি সমর্থকদের জন্য দরজা ছিল খোলা। পরিবার-পরিজন, বাচ্চাদের সঙ্গে পারিবারিক আবহে সময় কাটান আলিসন-আলভেসরা। নেইমার, রিচার্লিসনরা ট্রেনিং গ্রাউন্ডে এসেছিলেন ভক্তদের অটোগ্রাফের দাবি মেটাতে। কোচ তিতেও খেলোয়াড়দের ছেলে-মেয়েদের সঙ্গে আনন্দে মেতেছিলেন। কাতার বিশ্ববিদ্যালয়ের ঘাঁটিতে আর্জেন্টিনা অনুশীলন করে।

গণমাধ্যমের জন্য স্কালোনি বরাবরের মতো ১৫ মিনিট বরাদ্দ রেখেছিলেন। আকাশি নীল-সাদা জার্সিধারী দলটির সমর্থকদের জন্য স্বস্তির খবর, ঊরুর ইনজুরির কাটিয়ে ট্রেনিং ফিরেছেন মাঝমাঠের নির্ভরযোগ্য সেনানি অ্যাঞ্জেল ডি মারিয়া। অর্থাৎ সামনের পথচলায় পুরো শক্তির দল পাচ্ছেন আর্জেন্টিনা কোচ। ফিফার মাধ্যমে গত বুধবার দুটি দল আগেভাগে জানিয়ে দেয় তাদের রুদ্ধদ্বার অনুশীলনের কথা। এই বার্তাতেই অবশ্য স্পষ্ট হয়ে যাচ্ছে সাফল্য খরা কাটাতে কতটা মরিয়া ব্রাজিল ও আর্জেন্টিনা।

পূর্ববর্তী নিবন্ধব্রাজিলকে সবসময়ের ফেভারিট বললেন মদ্রিচ
পরবর্তী নিবন্ধচাকরি হারালেন স্পেনিশ কোচ