লোক ঐতিহ্যের বাহকদের কথা ‘কুটে কাহার’

গ্রুপ থিয়েটার উৎসব

| বুধবার , ২১ ডিসেম্বর, ২০২২ at ৭:০৯ পূর্বাহ্ণ

কাহার- আমাদের লোক ঐতিহ্যের এক উজ্জ্বল বাহক। শিল্পী হিসাবে তিনি ধরে রাখতে চান আমাদের বিলীয়মান এই সংস্কৃতিকে। তার এ পুনরুদ্বার প্রয়াসে রচিত ‘কুটে কাহার’।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সন্ধ্যা ৭টায় ‘অরিন্দম নাট্য সমপ্রদায়’ পরিবেশন করে নাটক কুটে কাহার। চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম আয়োজিত ও শান্তনু বিশ্বাস স্মৃতি পর্ষদের উৎসব সৌজন্যে ১২ দিনব্যাপী ‘গ্রুপ থিয়েটার উৎসব ২০২২’র ৪র্থ দিনে নাসরীন মুস্তাফা রচিত ও কাজল সেন সম্পাদিত নাটক ‘কুটে কাহার’ মঞ্চস্থ হয়।

এতে দেখা যায়, কাহার আমাদের নিজস্ব সংস্কৃতির একজন বাহক। তিনি একজন শিল্পী। শিল্পী হিসাবে ধরে রাখতে চায় আমাদের বিলুপ্তপ্রায় ঐতিহ্যকে। আমাদের লোকসঙ্গীত আমাদের সম্পদ। আধুনিকতার নাম করে আমরা হারিয়ে ফেলছি আমাদের লোকসঙ্গীতকে। হারিয়ে ফেলেছি আমাদের লোক ঐতিহ্যের এক উজ্জ্বল বাহক কাহারদের। নাটকটি আমাদের বিলীয়মান এই সংস্কৃতিকে পুনরুদ্বার প্রয়াসে, সচেনতার সৃষ্টির লক্ষ্যে একটি ক্ষুদ্র পদক্ষেপ।

নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয়ে অংশ নেন আকবর রেজা, শেখ আনিস মঞ্জুর, কাজল সেন, সাবিরা সুলতানা বীনা, তাসনিয়া আজরিন সগুপা, ইনাম ইলহাম, পঙ্কজ চৌধুরী, সাইফুল ইসলাম, শওকত শ্রাবন, পার্থ চক্রবর্তী, বিবি আয়সা সুমি, চৈতি সাহা, জোবাইদা সাকি, সৌহার্দ্য বড়ুয়া, ফাহিম রহমান, সত্যজিত নন্দী, রাজদ্বীপ চৌধুরী, মো. রাকিব প্রমুখ।

এর আগে নাট্যকর্মী নাসরীন হীরার উপস্থাপনায় সন্ধ্যা ৬টায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ পরিবেশন করে দলীয় আবৃত্তি। দলীয় নৃত্য পরিবেশন করে ‘আর্ট ইন মোশান’। অনুষ্ঠানে উৎসব ঘোষণা পাঠ করেন নাট্যকর্মী দিলরুবা খানম।

আজ বুধবার উৎসবের ৫ম দিনে সন্ধ্যা ৭টায় মিলনায়তনে ‘প্রতিনিধি নাট্য সমপ্রদায়’ পরিবেশন করবে নাটক ‘অপেক্ষা’। সন্ধ্যা ৬টায় দলীয় আবৃত্তি পরিবেশন করবে ‘উচ্চারক আবৃত্তি কুঞ্জ’ এবং ‘প্রাপণ একাডেমি’ পরিবেশন করবে দলীয় নৃত্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজেনারেল হাসপাতালে অত্যাধুনিক আল্ট্রাসনোগ্রাম মেশিন উদ্বোধন
পরবর্তী নিবন্ধসরকারি মহিলা কলেজে বাগান করে দিল ইউসিবি