লোকালয়ে রাতভর আতঙ্ক ছড়িয়ে বনে ফিরল হাতিগুলো

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ৬ জানুয়ারি, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

প্রতিবছর শীত মৌসুমে বন্যহাতির একটি দল খাবারের সন্ধানে ঘুরতে আসে চকরিয়ার কৈয়ারবিল বিএমচর ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নের লোকালয়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে অন্যান্য বছর খুব ভোরে বন্য হাতির পালের দেখা মিললেও এবার পালটি এসেছে বুধবার দিবাগত গভীর রাতে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লোকালয়ে হাতি আসার খবরে তিন ইউনিয়নের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বুনোহাতির দলটি এবার জানমালের কোন ক্ষতি করেনি। রাতভর আতঙ্ক ছড়িয়ে ফের বনের দিকেই ফিরে গেছে। তবে বুধবার রাতে ইউনিয়নগুলোর মসজিদের মাইকে বন্যহাতি আসার খবরটি প্রচার করে সর্বসাধারণকে সতর্ক করা হয়।

প্রচণ্ড শীতের মধ্যে উৎসুক মানুষও এবার হাতি ধদেখতে বের না হয়ে ঘরের মধ্যেই সতর্কাবস্থায় ছিল। পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না দৈনিক আজাদীকে বলেন, বন্যহাতির একটি দল খাবারের সন্ধানে প্রতিবছরই আসে পূর্ব বড় ভেওলাসহ আশপাশের তিনটি ইউনিয়নে। তবে হাতিগুলো কোথাও মানুষ বা ফসলের ক্ষতি করেনি। খবর নিয়ে জানতে পেরেছি, হাতিগুলো বৃহস্পতিবার ভোরেই বনের মধ্যেই ফিরে গেছে।

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মিজানুর রহমান দৈনিক আজাদীকে বলেন, বুধবার রাতে তিনটি বন্য হাতি লোকালয়ে আসার খবর পেয়ে বনবিভাগের কর্মীরা সেখানে যায়। তবে হাতিগুলো কোন জানমালের ক্ষতি না করে নিরাপদে বনের ভেতর ফেরত গেছে। এর পরও হাতির ব্যাপারে সজাগ থাকতে বনবিভাগের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।’

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, বন্য হাতি আসার খবর পেয়ে ইউনিয়নগুলোতে পুলিশের তৎপরতা বাড়ানো হয়। তবে কোন অঘটন ঘটেনি। ভোরের আলো ফোটার পর হাতিগুলোকে আর লোকালয়ে দেখতে পায়নি কেউই।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল : মোশাররফ
পরবর্তী নিবন্ধনাইমার মামলায় বাবুলের জামিন নামঞ্জুর