লোকালয়ের শিল্প প্রতিষ্ঠানের তালিকা হচ্ছে : জেলা প্রশাসক

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ জুন, ২০২২ at ১০:৩৮ পূর্বাহ্ণ

লোকালয়ে গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠানের তালিকা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। তিনি বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানগুলো তদারকির আওতায় আনা হবে। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে জেলা প্রশাসনের তথ্য সহায়তা কেন্দ্রে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ঘটে যাওয়া ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানাতেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

জেলা প্রশাসক বলেন, আগামী সপ্তাহে লোকালয়ের আশেপাশে থাকা এসব প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত হবে। যেসব প্রতিষ্ঠান পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে প্রতীয় মান হবে সেগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সর্বশেষ পরিস্থিতির কথা বলতে গিয়ে জেলা প্রশাসক বলেন, বিএম ডিপোর আগুর এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। সংশ্লিষ্টরা বিষয়টি ক্ষতিয়ে দেখছেন।

এখন পর্যন্ত ৪৩ জনের মরদেহ পাওয়া গেছে। সেখানে আরও মরদেহ পাওয়া যায় কি-না তা খুঁজে দেখা হচ্ছে। একপর্যায়ে তিনি বিস্ফোরণে আহত ৫ টি পরিবারের সদস্যদের হাতে নগদ ২৫ হাজার টাকার চেক বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধকূটনৈতিক সংকটে ভারত
পরবর্তী নিবন্ধকে এই নূপুর শর্মা?