লোকসংস্কৃতির প্রয়োজনে বিনয়বাঁশী শিল্পী গোষ্ঠীকে বাঁচিয়ে রাখা জরুরি : সুজন

| শুক্রবার , ২৪ সেপ্টেম্বর, ২০২১ at ১০:০৩ পূর্বাহ্ণ

আমাদের বাঙালি লোকসংস্কৃতির বিকাশে বিনয়বাঁশী শিল্প গোষ্ঠীকে বাঁচিয়ে রাখা একান্ত জরুরি বলে মত প্রকাশ করেছেন চসিক সাবেক প্রশাসক এবং মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল বৃহস্পতিবার বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ সুজনের সাথে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এ মন্তব্য করেন। এসময় বিনয়বাঁশী শিল্প গোষ্ঠীর পক্ষ থেকে সুজনকে সংগঠনের পৃষ্ঠপোষক হিসেবে মনোনীত করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে সংগঠনের সভাপতি প্রণব রাজ বড়ুয়া ও সাধারণ সম্পাদক বিপ্লব জলদাস উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধতানজিয়া আলম
পরবর্তী নিবন্ধরামুতে ৭ পলাতক আসামি গ্রেপ্তার