উপমহাদেশের প্রখ্যাত ঢোল বাদক, একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি প্রয়াত লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী ছন্দারিয়া গ্রামে শিল্পীর বাস্তুভিটা প্রাঙ্গণে সীমিত পরিসরে কিছু অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় তার সমাধি ও প্রতিকৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য ও শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত হয়ে অনুষ্ঠান সার্থক ও সফল করার জন্য শিল্পী গোষ্ঠীর সভাপতি প্রণব রাজ বড়ুয়া এবং প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক বিপ্লব জলদাস অনুরোধ জানিয়েছেন।