হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ–সভাপতি ও শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি লোকমান হোসেন জুনু গতকাল রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মীসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে যান। নিজ এলাকায় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম, সম্পাদক শেখ আতাউর রহমান, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান, আবু বক্কর সিদ্দিকীসহ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।