সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেছেন, পটিয়া ও জিরি গ্রামের কৃতি সন্তান লোকমান হাকিম তাঁর কৃতকর্মের জন্য আজীবন মানুষের মাঝে বেঁচে থাকবেন। লোকমান হাকিম এলাকায় স্কুল, কলেজ, মাদরাসা প্রতিষ্ঠা করে যথেষ্ট সুনামের অধিকারী হয়েছেন। প্রাইমারি স্কুলের গভর্নিং বডির শ্রেষ্ঠ সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী থেকে তিনি পুরষ্কার লাভ করেন। তিনি একজন সমাজ সংস্কারক।
গত শুক্রবার পটিয়া জিরি সুবেদার ঈদগাহ্্ ময়দানে আয়োজিত পূর্ব জিরি আমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সুবেদার গ্রুপের চেয়ারম্যান মরহুম লোকমান হাকিমের কর্মময় জীবন ও অবদান শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে মাহমুদুল ইসলাম চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। জিরি সুবেদার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সুবেদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন রব্বানী। উদ্বোধক ছিলেন হাজী মোহাম্মদ মোজাহের সওদাগর। বক্তব্য রাখেন লায়ন এম. এন. ছাফা, শফিকুল ইসলাম, আনোয়ারুল কবির চৌধুরী, শামসুল আলম সওদাগর, মীর হাসান, বীর মুক্তিযোদ্ধা এম এ হাকীম, নুরুচ্ছফা সরকার, মোহাম্মদ নুরুল আবছার, ফেরদৌস ওয়াহিদ বাপ্পি, তারেক ফেরদৌস নাঈম, মোহাম্মদ হাসান মেম্বার প্রমুখ।