লোকমান খান শেরওয়ানী সাংবাদিকতা পুরস্কারের জন্য প্রতিবেদন আহ্বান

| শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ at ৬:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম একাডেমি ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য শিক্ষা ও অর্থনীতি বিষয়ক প্রতিবেদনের ওপর ‘লোকমান খান শেরওয়ানী সাংবাদিকতা পুরস্কার’ প্রদান করতে যাচ্ছে। উপর্যুক্ত বিষয়ে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক সংবাদপত্র ও সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনের তিনটি কপি (ফটোকপি সত্যায়িত করে পাঠালে গ্রহণযোগ্য) প্রকাশের তারিখ, প্রতিবেদকের নাম, যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বরসহ ডাকযোগে অথবা সরাসরি মহাপরিচালক, চট্টগ্রাম একাডেমি, কদম মোবারক বাইলেইন, মোমিন রোড, চেরাগি পাহাড়, চট্টগ্রাম৪০০০ ঠিকানায় আগামী ১৬ মে ২০২৫এর মধ্যে জমা দিতে হবে। খামের ওপর ‘লোকমান খান শেরওয়ানী সাংবাদিকতা পুরস্কার’ কথাটি উল্লেখ থাকতে হবে।

উল্লেখ্য, প্রতিযোগিতায় সেরা প্রতিবেদনের জন্য একজন সাংবাদিককে পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি ক্রেস্ট, সনদ ও নগদ পনের হাজার টাকা সম্মানী। উল্লেখ্য, সাংবাদিক লোকমান খান শেরওয়ানী ছিলেন ব্রিটিশ শাসিত ভারতে ‘ভারতীয় স্বাধীনতা আন্দোলনের’একজন সক্রিয় কর্মী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণআকাঙ্ক্ষার বিপরীতে কোনো সিদ্ধান্ত নতুন বাংলাদেশ মেনে নেবে না
পরবর্তী নিবন্ধভূজপুরে দুলায়েত হত্যা মামলার আসামি গ্রেপ্তার