লোকনাথ সেবক সংঘ চট্টগ্রাম জেলা শাখার সম্মেলন

| শনিবার , ৪ জানুয়ারি, ২০২৫ at ৫:৫৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘচট্টগ্রাম জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন গত ২৭ ডিসেম্বর নন্দীরহাট লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘচট্টগ্রাম জেলা শাখার সভাপতি উৎপল রক্ষিতের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি লায়ন তপন কান্তি দত্ত। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেট কমিটির সদস্য প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য্য। প্রধান বক্তা ছিলেন লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি প্রকৌশলী ঝুলন কুমার দাশ। মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করেন শীতলপুর লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের অধ্যক্ষ গৌবিন্দ ব্রহ্মচারী।

আশীর্বাদক ছিলেন রূপদাশ ব্রহ্মচারী। বিশেষ অতিথি ছিলেন লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ কেন্দ্রীয় কমিটির সহআন্তজার্তিক বিষয়ক সম্পাদক ডা. বিজন কুমার নাথ, কার্যনির্বাহী সদস্য আশীষ চৌধুরী অপু। সংগঠনের সহসভাপতি অধ্যাপক বনগোপাল চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনের শুরুতে গীতা থেকে পাঠ করেন সাংস্কৃতিক সম্পাদক সুজন দেবনাথ। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল দেব রায়। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি সুনীল দত্ত। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহসভাপতি অশোক গুপ্ত ও সহসভাপতি ডা. প্রবীর শংকর রায়। শোক প্রস্তাব পেশ করেন যুগ্মসাধারণ সম্পাদক শ্যামল দাশ রানা। আর্থিক প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পাদক প্রদীপ চক্রবর্ত্তী ও খোকন চক্রবর্ত্তী। সাংগঠনিক বক্তব্য রাখেন যুগ্মসাধারণ সম্পাদক সুব্রত দাশ, সাংগঠনিক সম্পাদক উৎপল দত্ত ও কমল চক্রবর্ত্তী অলক, সৈকত দাশ ইমন, বোয়ালখালী উপজেলার সভাপতি বাবলু ঘোষ, প্রদীপ কুমার দে, অনন্ত শর্মা প্রমুখ। ২য় অধিবেশনে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি লায়ন তপন কান্তি দত্তের সভাপতিত্বে কাউন্সিলদের মতামতের ভিত্তিতে উৎপল রক্ষিতকে সভাপতি, বাবুল দেব রায়কে সাধারণ সম্পাদক ও খোকন চক্রবর্ত্তীকে অর্থ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমদানি-রফতানি সহজ করতে ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো’ উদ্বোধন
পরবর্তী নিবন্ধআউলিয়া কেরামের সুদৃষ্টিতে ভাগ্য বদলে যায়