লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম, চট্টগ্রাম কেন্দ্রের সেবামূলক প্রতিষ্ঠান লোকনাথ সেবাশ্রম শিশু নিকেতন অনাথালয়ের ৪র্থ বার্ষিক সাধারণ সভা ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গত ১২ ডিসেম্বর সেবাশ্রম প্রাঙ্গনে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, অনাথালয়ের শিশুদের প্রার্থনা সংগীতের মধ্য দিয়ে সূচিত হয়। অতঃপর মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও শিশু নিকেতনের শিক্ষার্থী আদিত্য মল্লিকের গীতাপাঠের পর অনুষ্ঠান উদ্বোধন করেন সভার উদ্বোধক অধ্যাপক ডা. বাসনা রানী মুহুরী, বিভাগীয় প্রধান–শিশু স্বাস্থ্য বিভাগ, মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল।
সুজন কুমার ভৌমিকের সঞ্চালনায় ও বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান, সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি ও শিশু নিকেতন অনাথালয়ের চেয়ারম্যান প্রকৌশলী ঝুলন কুমার দাশের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন, সেবাশ্রম বোর্ড অব ট্রাস্টের সদস্য দীলিপ চক্রবর্তী। শিশু নিকেতন অনাথালয়ের বার্ষিক কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন শিশু নিকেতন অনাথালয়ের সেক্রেটারী অধ্যাপক টিংকু চৌধুরী ও ট্রেজারার সুব্রত ভৌমিক। লোকনাথ শিশু নিকেতনের শিক্ষার্থীরা পড়া–লেখায় উচ্চ শিক্ষিত হয়ে কর্মজীবনে যাওয়ার পর তারা তাদের সতীর্থ ও অত্র সেবাশ্রমের সাথে সর্বদা যোগাযোগ রাখাবে প্রত্যাশা করেন এবং মানবতার প্রেমে উদ্ভুদ্ধ হয়ে যারা বছরব্যাপী এই অনাথালয়ের হিতার্থে কাজ করছেন ও সহযোগিতায় এগিয়ে এসেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন, সভার প্রধান অতিথি লায়ন পার্থ ভট্টাচার্য, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মহানগর। বিশেষ অতিথি ছিলেন ডা. স্বপন কুমার চৌধুরী, প্রকৌশলী রাজীব চক্রবর্তী, লায়ন তপন কান্তি দত্ত, অধ্যাপিকা শর্ব্বরী দে রাত্রি, রতন কুমার দাশ। আলোচনায় অংশ নেন, মৃনাল কান্তি সূত্রধর, মোহন লাল দাশ, চন্দন সিংহ, প্রবাস বিকাশ রুদ্র প্রমুখ। সভায় ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৭ জন কৃতী শিক্ষার্থীকে স্মারক সম্মাননায় সংবর্ধিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।










