লোকনাথ শিশু নিকেতন অনাথালয়ের ৩য় বার্ষিক সাধারণ সভা

| বুধবার , ১ জানুয়ারি, ২০২৫ at ৭:০৩ পূর্বাহ্ণ

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম চট্টগ্রাম কেন্দ্রের সেবামূলক প্রতিষ্ঠান লোকনাথ সেবাশ্রম শিশু নিকেতন অনাথালয়ের ৭ম বর্ষপূর্তিতে ৩য় বার্ষিক সাধারণ সভা ২০ ডিসেম্বর সেবাশ্রম প্রাঙ্গনে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, অনাথালয়ের শিশুদের প্রার্থনা সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও গীতাপাঠের পর অনুষ্ঠানের উদ্বোধন করেন সভার উদ্বোধক চট্টগ্রাম বিসিএসআইআরয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ শ্রীবাস চন্দ্র ভট্টাচার্য। সুজন কুমার ভৌমিকের সঞ্চালনায় ও বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি ও শিশু নিকেতন অনাথালয়ের চেয়ারম্যান প্রকৌশলী ঝুলন কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সেবাশ্রম বোর্ড অব ট্রাস্টের সদস্য দীলিপ চক্রবর্তী। শিশু নিকেতন অনাথালয়ের বার্ষিক কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন সেবাশ্রম বোর্ড অব ট্রাস্টের কোচেয়ারম্যান অশেষ কুমার পুরোহিত ও শিশু নিকেতন অনাথালয়ের ট্রেজারার অধ্যাপক টিংকু চৌধুরী। এতে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন সভার প্রধান অতিথি মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ বাসনা রানী মুহুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় কার্যালয় পরিদর্শক অর্পন দাশগুপ্ত, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ সরোজ কান্তি বিশ্বাস, লায়ন তপন কান্তি দত্ত। সভায় আজীবন সদস্য ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজিত সিংহ গনেশ, রতন কুমার দাশ, মোহন লাল দাশ, প্রদীপ চক্রবর্তী, সুব্রত ভৌমিক, চন্দন সিংহ, রিপন দত্ত, জুয়েল গুপ্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকুমিরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১ কমিটি বিলুপ্ত
পরবর্তী নিবন্ধনৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের শীতবস্ত্র বিতরণ