লোকজ খেলাধুলার প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

| সোমবার , ১ মার্চ, ২০২১ at ১১:১৪ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী উপলক্ষে মার্চের প্রথম পর্যায় থেকে চট্টগ্রামের প্রতিটি উপজেলায় এবং মে মাসের মধ্যে চট্টগ্রাম এম আজিজ স্টেডিয়ামে গ্রামীণ খেলার প্রতিযোগিতার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। গত শনিবার এম এ আজিজ স্টেডিয়াম চত্বরে বাংলাদেশ কান্ট্রি গেমস এসোসিয়েশন চট্টগ্রামের দু’দিন ব্যাপী বিভাগীয় কোচেস এবং জাজেস প্রশিক্ষণ কোর্স এর সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ কান্ট্রি গেমস এসোসিয়েশন চট্টগ্রামের আহবায়ক চৌধুরী ফরিদের সভাপতিত্বে এবং এসোসিয়েশনের সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। বক্তব্য রাখেন এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, যুগ্ম সম্পাদক মো. মনির হোসেন, যুগ্ম সম্পাদক তানভীর আহমদ, স্পন্সর প্রতিষ্ঠান ভেগাস ফার্নিসার গ্রুপের চেয়ারম্যান সাইফুদ্দিন চৌধুরী দুলাল, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও রেখা আলম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি হাফিজুর রহমান, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য মো. শাহাজান, দিদারুল আলম, কান্ট্রি গেমস এসোসিয়েশনের চট্টগ্রাম জেলা কমিটির সদস্য মো. সাইফুল্লাহ মুনির, জাহেদুর রহমান সোহেল প্রমুখ। দুদিনের প্রশিক্ষণ কোর্সে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা এবং বিভিন্ন উপজেলা ও মহানগর থেকে মোট ৫০জন কোচ ও জাজ অংশ নেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন। যেসব খেলাধুলার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে সেগুলো হলো, দলগতভাবে হা-ডু-ডু, দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, বৌচি, সাতচারা, কানামাছি ভোঁ-ভোঁ, এবং এককভাবে মোরগ লড়াই, দড়ি লাফানো, বলী খেলা, এক্কা দোক্কা সহ আরো অনেকগুলো ইভেন্ট। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহনগরে প্রগতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
পরবর্তী নিবন্ধআবাহনীকে উড়িয়ে দিল বসুন্ধরা