চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান লে. কর্নেল (অব.) জিয়াউদ্দিন আহমেদ বীর উত্তমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধারা।
গতকাল এক শোকবার্তায় ডা. মাহাফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রাশেদ, বাংলাদেশ কমান্ড কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বশর, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র নুরুল আবছার, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নওশের আলী খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ ইদ্রিছ, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা পংকজ দস্তিদার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ছাদেক, বীর মুক্তিযোদ্ধা বিজয় ধর প্রমুখ গভীর শোক প্রকাশ করেন। তারা শোকবার্তায় বলেন, মুক্তিযুদ্ধের পর লে. কর্নেল (অব.) জিয়াউদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং দেশ গঠনে নিজেকে উৎসর্গ করেন। প্রেস বিজ্ঞপ্তি।