লেলাং ইউপি চেয়ারম্যান শাহিন চট্টগ্রামে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৯ জানুয়ারি, ২০২৫ at ১০:৫৪ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলার লেলাং ইউপি চেয়ারম্যান সরওয়ার উদ্দিন শাহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে হাটহাজারী মডেল থানা হেফাজতে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ আবু কাউসার মোহাম্মদ হোসাইন বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে হাটহাজারীতে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাল মতিউর রহমান শাহ’র ওরশের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধকার্ডিয়াক সেবার জন্য চট্টগ্রামের বাইরে যদি যেতে না হয় তা আনন্দের