লেবাননে স্থল হামলা শুরু, ইসরায়েলের লক্ষ্য হিজবুল্লাহর ঘাঁটি

| বুধবার , ২ অক্টোবর, ২০২৪ at ৪:৫৫ পূর্বাহ্ণ

ইসরায়েল জানিয়েছে, তাদের ছত্রীবাহিনী, কমান্ডো ও সাঁজোয়া ইউনিটগুলোর অভিযানের মধ্য দিয়ে লেবাননে স্থল আক্রমণ শুরু করেছে তারা। হিজবুল্লাহর শক্তিকেন্দ্রগুলো নিশানা করে এসব অভিযান চালানো হচ্ছে বলে দাবি করেছে দেশটি। খবর বিডিনিউজের।

তারা আরও জানায়, মঙ্গলবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে তাদের বাহিনীগুলোর তীব্র লড়াই শুরু হয়েছে। স্থল অভিযান শুরুর আগে ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর নেতৃবৃন্দকে ধ্বংস করে দেয়। গত সপ্তাহে বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লার প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা করে তারা।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার রাতে এই অভিযান শুরু করা হয়েছে এবং তাদের ৯৮তম ডিভিশন এটি পরিচালনা করছে। দুই সপ্তাহ আগে গাজা থেকে এনে এই ডিভিশনটিকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে মোতায়েন করা হয়। এর আগে এই ডিভিশনটি কয়েক মাস ধরে গাজায় হামাসের যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করেছে।

পূর্ববর্তী নিবন্ধআসছে শুভমিতা-সমরজিৎ এর ‘তোমার জন্য রোদ্দুর’
পরবর্তী নিবন্ধতোতা পাখির আক্রমণ মোকাবিলায় হিমশিম আর্জেন্টিনার শহর