লেবাননে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলোর আহ্বান জানানো ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টজ বলেছেন, উত্তরে কোনও যুদ্ধবিরতি হবে না। খবর বিডিনিউজের।
তিনি বলেন, আমরা হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাব। উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে ঘরে ফিরিয়ে আনা এবং জয় না পাওয়া পর্যন্ত লড়াই করব। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি এক বৈঠকে ব্যাপক আলোচনার পর যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছিল প্রভাবশালী সাতটি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন।
এক যৌথ বিবৃতিতে দেশগুলো বলেছিল, অবিলম্বে সাময়িক যুদ্ধবিরতি অনুমোদন করতে ইসরায়েল ও লেবানন সরকারসহ সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতিও আশা করেছিলেন শিগগিরই একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছা সম্ভব হবে।