লেবাননে ইসরায়েলি হামলায় গত বছরের ৮ অক্টোবর থেকে এ পর্যন্ত এক হাজার ৮৭৩ জনের প্রাণ গেছে। আর আহত হয়েছেন অন্তত ৯ হাজার ১৩৪ জন। এক প্রতিবেদনে লেবাননের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট বলছে, ইসরায়েলি আগ্রাসনের শিকার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত ব্যক্তির সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। আশ্রয়কেন্দ্রে নিবন্ধিত এক লাখ ৫৫ হাজার ৬০০। খবর বাংলানিউজের।
গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন ও ইসরায়েল সীমান্ত সংঘাতে জড়ায়। হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের পাল্টাপাল্টি হামলা চলে প্রায়শই। গত কয়েকদিনে ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা চালায়। সবশেষ মঙ্গলবার ইসরায়েল দক্ষিণ লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করে এবং রাতে রাজধানী বৈরুতে বিমান হামলা অব্যাহত রাখে। হিজবুল্লাহ বলছে, বুধবার তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলের একটি স্থল অভিযান প্রতিহত করেছে এবং ইসরায়েলে রকেট হামলা অব্যাহত রেখেছে।
এদিকে মঙ্গলবার রাতে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেল আবিব বলছে, তারা এ হামলার প্রতিশোধ নেবে।