লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ সিনিয়র নেতা ইব্রাহিম মুহাম্মাদ কুবাইসি নিহত হয়েছেন। এর আগে মঙ্গলবার ইসরায়েল দাবি করেছিল, বৈরুতের দক্ষিণ শহরতলিতে হামলায় ছয়জন নিহত হয়েছে, যেখানে হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডার রেয়েছে। কুবাইসি গত প্রায় ৪০ বছর হিজবুল্লার ক্ষেপণাস্ত্র, রকেট ও বিস্ফোরক শাখার নেতৃত্ব দিয়েছেন।
মোসাদের সদরদপ্তর লক্ষ্য করে রকেট হামলার দাবি হিজবুল্লাহর : ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদরদপ্তর লক্ষ্য করে তারা একটি রকেট ছুড়েছে বলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে। গতকাল ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, লেবানন থেকে ছোড়া একটি স্থল থেকে স্থলে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করছে এমনটি শনাক্ত হওয়ার পর বিমান প্রতিরক্ষা পদ্ধতি সেটিকে বাধা দিয়েছে। খবর বিডিনিউজ ও বাংলানিউজের।