নগরীর নেভালে এক তরুণীকে হুমকি, মারধরের ঘটনায় দায়ের হওয়া মামলায় লেডি গ্যাং লিডার তাহমিনা সিমি ওরফে সিমরান সিমিকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম হোসেন মুহাম্মদ রেজার আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ভুক্তভোগী তরুণীর করা মামলায় সিমিকে জিজ্ঞাসাবাদ করতে আদালতের কাছে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
বিষয়টি আজাদীকে নিশ্চিত করেন নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) শাহাবুদ্দিন আহমদ। তিনি বলেন, সিমিকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলেও আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিমরান সিমি নগরীর ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং বড়বাড়ি এলাকার কামাল হোসেনের মেয়ে। তার গ্রামের বাড়ি খুলনার বাগেরহাটে।
গত শনিবার ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পতেঙ্গা থানার নেভাল এলাকায় এক তরুণীকে শাসাচ্ছেন সিমি। ওই তরুণী মাফ চাইলেও উত্তেজিত দেখা গেছে লেডি গ্যাং লিডারকে। এক পর্যায়ে সিমির সাথে সেখানে উপস্থিত এক তরুণ ওই তরুণীকে কয়েক দফা চড় মারেন। এ ঘটনা নজরে পড়লে পুলিশ শনিবারই সিমিকে তার বাসা থেকে গ্রেফতার করেন। পরবর্তীতে ভুক্তভোগী তরুণী দন্ডবিধি ও ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন ধারায় সিমি ও তার এক সঙ্গীকে আসামি করে পতেঙ্গা থানায় একটি মামলা করেন।