চট্টগ্রাম লেডিস ক্লাবে নীলকলমের মাসিক সাহিত্য সভা গত ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুবা চৌধুরী। কবি গল্পকার লিপি বড়ুয়া ও সুমি দাশের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন প্রফেসর ড. সেলিনা আখতার, লেখক প্রফেসর সালমা রহমান, কথাসাহিত্যিক অধ্যাপক বিচিত্রা সেন, কবি শুক্কুর চৌধুরী, লেখক এসএম মোখলেসুর রহমান, কবি মারজিয়া খানম সিদ্দিকা প্রমুখ। অনুষ্ঠানে বিজয় দিবসের ওপর স্বরচিত কবিতা পাঠ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।