ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের নিজামপুর এলাকায় লেগুনা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে লেগুনার ২ যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন মীরসরাই উপজেলার ১৪ নম্বর ওয়াহেদপুর ইউপির ইছামতি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ শাহজাহান (৩৮) এবং একই ইউনিয়নের গাছবাড়ীয়া গ্রামের সফিউল আলমের ছেলে শামসুদ্দীন দিদার (৩৮)। একই ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী লেগুনাকে পেছন দিক থেকে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।
স্থানীয় ওয়াহেদপুর ইউপি চেয়ারম্যান ফললুল কবির ফিরোজ জানান, নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র থেকে ২০০ মিটার দক্ষিণে চট্টগ্রামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। এতে এক পথচারীসহ ছয়জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দিদার ও শাহজাহান মারা যান। আহত চারজন চমেকে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। তারা হলেন ওয়াহেদপুর ইউপির আনোয়ার হোসেন ও উপজেলার মিঠানালা ইউপির পশ্চিম মিঠানালা গ্রামের আব্দুল মান্নান।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব শাহ বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা এবং স্বজনরা আহতদের হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনায় দুজনের নিহতের খবর শুনেছি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।