বিশিষ্ট লেখিকা রোটারিয়ান জেসমিন খানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। ৫ বছর আগে ৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবে ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে লেখিকা ফাহমিদা আমিনের স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। ঐ মিলনায়তনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার আত্মার মাগফেরাত কামনা করে মোমিন রোডের জে.এম. প্যারাডাইস টাওয়ার ও শাহ আমানত দরগাহ সংলগ্ন আর রেফারী এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের স্বামী ড্রাইডকের সাবেক এমডি মোসলেম খান, ছেলে মিকাইল ইমতিয়াজ ও মেয়ে ফারিয়া খান সকলের কাছে দোয়া কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।