লেখালেখি, পাণ্ডুলিপি সম্পাদনা ও প্রকাশনা বিষয়ক কর্মশালা প্রসঙ্গে

| রবিবার , ৮ মে, ২০২২ at ১১:৪৭ পূর্বাহ্ণ

লেখালেখি, পাণ্ডুলিপি সম্পাদনা ও পুস্তক প্রকাশনা বিষয়ক কর্মশালা আগামী ২০ মে নগরীর আগ্রাবাদে নিপ্পন একাডেমীতে (জাতিতাত্ত্বিক যাদুঘরের উল্টো পাশে) অনুষ্ঠিত হবে। কর্মশালাটির আয়োজন করেছে পাণ্ডুলিপি সম্পাদনা ও নিঘণ্ট প্রণয়নকারী প্রতিষ্ঠান ‘সম্পাদনা’।

সম্পাদনা কী ও কেন প্রয়োজন, পাণ্ডুলিপির ভাষা স্টাইল ও বিষয় সম্পাদনা, সৃজনশীল পাণ্ডুলিপি সম্পাদনা, গবেষণামূলক পাণ্ডুলিপি সম্পাদনা, অনুবাদ সম্পাদনা, স্টাইল নির্ধারণ, ইন্ডেক্স বা নির্ঘণ্ট প্রণয়ন, তথ্যসূত্র ও গ্রন্থপঞ্জি প্রণয়ন, বাংলা বাক্য ও প্রমিত বাংলা বানান, প্রুফ সংশোধন, ইত্যাদি বিষয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা ও কাজ করা হবে।

লেখক, সাংবাদিক, গবেষক, শিক্ষক, প্রকাশক, শিক্ষার্থীসহ আগ্রহী যে কোনো ব্যক্তি নিবন্ধন করে কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন। বিস্তারিত জানা যাবে সম্পাদনার পেইজ facebook.com/sompadona -এ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকার নিরলস কাজ করে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে
পরবর্তী নিবন্ধবিমান বন্দরে যাত্রী হয়রানি কমাতে পদক্ষেপ গ্রহণের দাবি সুজনের