ছোটবেলা থেকে পত্রিকা পড়ার প্রবল ইচ্ছে আগ্রহ ছিল। সেই ২০১২ এর কথা। তখন থেকে চুপিচুপি নিয়মিত পত্রিকা পড়তাম আজাদী। সবাই পত্রিকা পড়ে মূল খবরগুলো, কিন্তু আমি শুরু করতাম সম্পাদকীয় পাতা থেকে। প্রতিদিন সম্পাদকীয় পাতা পড়ে আয়ত্ত করে ফেলতাম। সেই ২০১২ সাল থেকে সাহিত্যের প্রতি প্রবল আকর্ষণ ছিলো। তখন আমি তৃতীয় নাকি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত। এরপর ২০১৭ সালের শেষের দিকে আবার শুরু হয় আজাদী পত্রিকার সম্পাদকীয় পাতা আয়ত্ত করা। ২০১৮ সালে একজন কথাসাহিত্যিক লিলি মারমা ম্যামের হাত ধরে সাহিত্য চর্চা শুরু করি। দীর্ঘ দেড় বছর সাহিত্য রপ্ত করার পর প্রথম লেখা বের হয় মোহনা ম্যাগাজিনে। তারপরেও মনে শূন্যতা থেকে যায়। অনেক চেষ্টা করেও কীভাবে পাঠাতে হয় না জানায় আজাদী পত্রিকায় লেখা পাঠানোর ইচ্ছে থাকলেও পাঠাতে পারিনি। এরপর হেলেদুলে অনেক সময় পেরিয়ে যায়। ২০২২ সালে অনিবন্ধিত অনলাইন পোর্টালে সাংবাদিকতা শুরু করি, যা এখন সরকারি নিবন্ধিত প্রথম সারির পোর্টালে কাজ করি। অনেক যৌথগ্রন্থে লেখা বের হয়েছে, অনেক ম্যাগাজিনে লেখা বের হয়েছে, অনেক অনলাইন পোর্টালে লেখা প্রকাশ হয়েছে, অনেক যৌথ বই সম্পাদনা করেছি। তারপরেও আজাদী পত্রিকায় লেখা প্রকাশ করার আক্ষেপ রয়ে গেল।












