খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজ গার্ল ইন রোভার গ্রুপের বার্ষিক দীক্ষা ক্যাম্পের প্রস্তুতি সভা গত ১৪ ফেব্রুয়ারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত। কলেজ অধ্যক্ষ মো. আবু তৈয়বের সভাপতিত্বে ও গ্রুপ সম্পাদক অধ্যাপক মধুমিতা মুৎসুদ্দীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য এডভোকেট এ কে এম শাহজাহান উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন জেলা রোভারের ডিআরএসএল স্কাউটার মোহাম্মদ এনাম, সহকারি কমিশনার অধ্যাপক আবদুল হান্নান শিকদার ও অধ্যাপক মো. ইমরান।
প্রধান অতিথি বলেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক দীক্ষা অনুষ্ঠান বাস্তবায়নের মাধ্যমে স্কাউটিং কার্যক্রমকে সচল রাখতে হবে। লেখাপড়ার পাশাপাশি স্কাউটিং যুবসমাজকে সৎ, দক্ষ ও যোগ্য করে গড়ে তোলে। তিনি কলেজে স্কাউটিং কার্যক্রমকে জোরদার করার পাশাপাশি জেলা রোভারের নেতৃবৃন্দ থেকে সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি দ্রুত দীক্ষা অনুষ্ঠান বাস্তবায়ন করার জন্য কলেজ প্রশাসনকে আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।