লেখক সৃষ্টিতে প্রকাশনা প্রতিষ্ঠানের বিকল্প নেই

বুড্ডিস্ট ফাউন্ডেশনের অভিষেকে সুব্রত বড়ুয়া

| সোমবার , ১৪ মার্চ, ২০২২ at ১০:৩১ পূর্বাহ্ণ

বাংলা একাডেমির প্রাক্তন পরিচালক, সাহিত্যিক সুব্রত বড়ুয়া বলেছেন, কোনো জাতিগোষ্ঠীকের্ শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিতে এগিয়ে নিতে হলে প্রকাশনা প্রতিষ্ঠান একটি বড় ভূমিকা পালন করে। বর্তমান সময়ে আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে বহু লেখক তৈরী হয়েছে কিন্তু অনেকে চায় একটি ভালো প্রকাশনা প্রতিষ্ঠান, সে দিকে আমাদের মনযোগী হতে হবে। লেখকদের লেখার মধ্যে দিয়ে বৌদ্ধ সংস্কৃতি বেঁচে থাকবে।
গত শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবস্থ ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অজিত রঞ্জন বড়ুয়া, প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, অধ্যক্ষ প্রফেসর ডা. দেবপ্রসাদ বড়ুয়া, প্রকৌশলী মৃনাল কান্তি বড়ুয়া, লায়ন আদর্শ কুমার বড়ুয়া, সুজন কুমার বড়ুয়া, প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, ইঞ্জিনিয়ার নীরোধ বরণ বড়ুয়া, অধ্যাপক সঞ্জীব বড়ুয়া, অধ্যাপক সরোজ বড়ুয়া, পুরবী বড়ুয়া প্রমুখ। শপথ বাক্য পাঠ করান গকুল কান্তি বড়ুয়া, প্রকৌশলী মৃগাংক প্রসাদ বড়ুয়া, চট্টগ্রাম ওয়াসার বোর্ড সদস্য সিদ্ধার্থ বড়ুয়া, প্রকৌশলী প্রদীপ বড়ুয়া। সাংবাদিক বিপ্লব বড়ুয়ার সঞ্চালনায় মঙ্গলাচরণ করেন উপানন্দ ভিক্ষু, সূচনা বক্তব্য রাখেন আহ্বায়ক তুষার কান্তি বড়ুয়া। অনুষ্ঠানের শুরুতে উস্তাদ রুপম মুৎসুদ্দী টিটুর পরিচালনায় নৃত্য পরিবেশন করেন অস্মিতা বড়ুয়া। সংগীত পরিবেশন করেন পদ্মমিতা বড়ুয়া, রিমা দত্ত, এহসাস রহমান গুড্ডু, প্রাচী মুৎসুদ্দী, ঐশী মজুমদার, মৌসুমী বড়ুয়া ও অর্পা বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাদার্ন ভার্সিটির নতুন ট্রেজারার ড. শরীফ আশরাফউজ্জামান
পরবর্তী নিবন্ধটেরীবাজারে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময়