কথাসাহিত্যিক, গবেষক ও অধ্যাপক সুধীর চক্রবর্তী আর নেই। গতকাল মঙ্গলবার বিকেলে কলকাতায় ৮৬ বছর বয়সে মারা গেছেন এই প্রখ্যাত লেখক। ‘গভীর নির্জন পথে’-র মতো অনবদ্য সব গ্রন্থের জন্য বাংলা সাহিত্যে তিনি থাকবেন অমর হয়ে। খবর বাংলানিউজের।
সুধীর চক্রবর্তীর জন্ম নদীয়ার দিগনগরে। তিনি গবেষণামূলক প্রবন্ধের পাশাপাশি লিখেছেন মৌলিক রচনা এবং আখ্যানধর্মী বেশ কিছু গ্রন্থ। যার মধ্যে উল্লেখযোগ্য ‘গভীর নির্জন পথে’, ‘লালন’, ‘পঞ্চগ্রামের কচড়া’, ‘আখ্যানের খোঁজে’, ‘বুদ্ধিজীবীর নোটবই’, ‘রবিকর রেখা’, ‘বাউল ফকির কথা’ প্রভৃতি।