লেখক মুসলেহউদ্দিন বদরুলের ইন্তেকাল

| সোমবার , ৩০ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫২ পূর্বাহ্ণ

সমাজসেবক, সংগঠক ও লেখক মুসলেহ্‌উদ্দিন মুহম্মদ বদরুল গত শনিবার দিবাগত রাত ২টা ১৮ মিনিটে নগরের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহেরাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রকাশিত বই ‘অবসরে অন্তহীন ভাবনা’, ‘আমার দেখা আরব আমিরাত’ ইত্যাদি।

শিক্ষাবিদ মৌলভি মুহম্মদ হাফিজুর রহমানের চতুর্থ ছেলে মুসলেহ্‌উদ্দিন মুহম্মদ বদরুল মোহাম্মদপুর মহিউল উলুম দাখিল মাদ্রাসা ও মোয়াজ্জিন বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি ছিলেন। তিনি কচিকাঁচার মেলার অন্যতম সংগঠক, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপক এবং রাউজান ক্লাবের দাতা সদস্য। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর প্রথম জানাজা গতকাল বাদে জোহর রাউজান মুহাম্মদপুর মুহিউল উলুম দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। বিকেলে মোয়াজ্জিন বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে দাফন ও জেয়ারত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিদেশি ফল আমদানি ও কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ সংকট
পরবর্তী নিবন্ধসিটি যুব রেড ক্রিসেন্টের বার্ষিক সাধারণ সভা