‘মুক্তিযুদ্ধের বিজয়গাথা’ থেকে পাঠ ও সুহৃদ সম্মাননা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, চট্টগ্রাম একাডেমি লেখক ও সংস্কৃতিসেবীদের জন্য একটি দাঁড়ানোর জায়গা করে দিয়েছে। এখান থেকে একদিন জাতীয় মানের সাহিত্য নির্মাণ হচ্ছে, আগামীতে বিশ্বমানের সাহিত্যও রচিত হবে। গত ৩১ ডিসেম্বর চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে শৈলী আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরী।
এতে কবি ও ছড়াকার কাজী মোহাম্মদ শাহজাহানকে সম্মাননা প্রদান করা হয়। একাডেমির প্রতিষ্ঠাতা সংগঠক কবি রাশেদ রউফের সঞ্চালনায় অনুষ্ঠনে বক্তব্য রাখেন একাডেমির সাবেক মহাপরিচালক নেছার আহমদ, অরুণ শীল, পরিচালক দীপক বড়ুয়া, জাহাঙ্গীর মিঞা, এস এম আবদুল আজিজ, এস এম মোখলেসুর রহমান, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু প্রমুখ।
বক্তারা বলেন, ‘মুক্তিযুদ্ধের বিজয়গাথা’ একটি অনন্যসাধারণ সংকলন। এতে মুক্তিযুদ্ধভিত্তিক প্রবন্ধ, গল্প, কবিতা স্থান পেয়েছে। এটি সম্পাদনার ক্ষেত্রে সম্পাদক এস এম মোখলেসুর রহমান মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।