কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। গত দুই দিনের ভারী বৃষ্টিতে কাপ্তাই লেকে পানি বৃদ্ধি পায় পানি বৃদ্ধির সাথে সাথে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে। কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের এক নাম্বার এবং দুই নাম্বার ইউনিট উৎপাদনে রয়েছে। এই দুইটি ইউনিট থেকে ৩০ মেগাওয়াট করে মোট ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর আগে শুধুমাত্র একটি ইউনিট সচল ছিল। ওই একটি ইউনিট থেকে মাত্র ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। বৃষ্টির পরিমাণ আরো বাড়লে বিদ্যুৎ উৎপাদন আরো বৃদ্ধি পাবে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের একটি সূত্র জানায়, এতদিন পানি কম থাকায় কর্তৃপক্ষের নির্দেশে একটি মাত্র ইউনিট উৎপাদনে ছিল। বর্তমানে দুইটি ইউনিট উৎপাদনে রয়েছে।












