লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ at ৯:১৬ পূর্বাহ্ণ

কাপ্তাই প্রতিনিধি: লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে ৩৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গত ২২ জানুয়ারি উৎসব ও আনন্দ মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তিন শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহণে আকর্ষনীয় মার্চপাষ্ট, শরীরচর্চা ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়। শিক্ষার্থীরা বিস্কুট দৌড়, ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় বিপুল সংখ্যক শিক্ষার্থী আকর্ষনীয় সাজে সজ্জিত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি লে. কর্নেল মো. একরামুল রাহাত। এসময় লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মহাসিন কবির উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানকে বিশ্বকাপ বয়কট করতে বললেন রশিদ লতিফ
পরবর্তী নিবন্ধআল হাসানাইনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা