লুলো রোজ : সবচেয়ে বড় গোলাপি হিরা পাওয়া গেছে আফ্রিকায়

| সোমবার , ২৪ অক্টোবর, ২০২২ at ১০:৩০ পূর্বাহ্ণ

সবচেয়ে বড়! নাকি অন্যতম বড়; আপাতত সেই দ্বন্দ্বে ভুগছেন হিরা বিশেষজ্ঞরা। তবে একটি বিষয়ে তাঁরা নিশ্চিত গত ৩০০ বছরের হিরার ইতিহাসে এত বড় গোলাপি হিরার খোঁজ মেলেনি। ১৭০ ক্যারাটের না-কাটা হিরাটি মধ্য আফ্রিকার অ্যাঙ্গোলার লুলো খনি থেকে উদ্ধার হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হিরাটি বিশ্বের অন্যতম বিরল হিরা তো বটেই, অন্যতম বড় হিরাও।

বিশুদ্ধতা এবং বিরলতার ভিত্তিতে এই ধরনের রত্নের বিভিন্ন ভাগ করা হয়ে থাকে। তার মধ্যে সবচেয়ে শুদ্ধতম এবং বিরলতম বলা হয় ‘টাইপ টুএ’ জাতীয় হিরাকে। এই হিরাটি সেই গোত্রের। ইতিমধ্যেই তার নামকরণও হয়ে গিয়েছে। লুলো খনির নামে হিরাটির নাম দেওয়া হয়েছে ‘লুলো রোজ’। আফ্রিকার অ্যঙ্গোলান সরকার এবং লুকাপা ডায়মন্ড সংস্থার নিয়ন্ত্রণে থাকা খনি লুলো। সেখান থেকে উদ্ধার হওয়া হিরাটিতে দু’পক্ষেরই অধিকার থাকবে। অ্যাঙ্গোলার খনি মন্ত্রী ডায়ামেন্টিনো অ্যজেভেডো হিরা উদ্ধার হওয়ার পর একটি বিবৃতিতে বলেন, এই আবিষ্কার প্রমাণ করল হিরার দুনিয়ায় অ্যাঙ্গোলার দর কতটা!

দাম কত হতে পারে : বিশেষজ্ঞরা বলছেন, এর বিশাল দর উঠতে পারে। তুলনা টানতে তাঁরা জানিয়েছেন, এর আগে পিঙ্ক স্টার নামে ৫৯.৬ ক্যারাটের একটি গোলাপি হিরা ২০১৭ সালে বিক্রি হয়েছিল। যা এখনকার হিসাবে ৫৮৮ কোটি টাকার সমান। সে দিক দিয়ে বিচার করলে লুলু রোজের ওজন এর দ্বিগুণেরও বেশি। আর পাঁচ বছর পর দাম আরও অনেকটাই চড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে তার আগে হিরাটি কাটতে হবে।

পূর্ববর্তী নিবন্ধপোলিও সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা জরুরি
পরবর্তী নিবন্ধনিষিদ্ধ সময়ে মাছ শিকার