কোনো কোনো স্মৃতি একটি জীবনের কথা বলে,
কোনো কোনো ছবি জীবন্ত হয়ে ধরা দেয়,
হৃদয়ে প্রথিত হয় মনের অজান্তে,
আমাকে কাঁদায়, শুধুই কাঁদায়
সারাক্ষণ, সারা বেলা।
আমি নির্বাক, আমি হতবাক!
মানব সন্তান শুয়ে আছে ফুটপাতে,
শুয়ে আছে প্ল্যাটফর্মে কুকুরকে সাথী করে,
যে ছবি দেখে হু হু করে কেঁদে উঠে মন,
যে ছবি হাজার–লক্ষ শব্দের সমান।
কাকে ঘৃণা করব? কিসে ঘৃণা করব?
নিরন্তর এই সংশয়ে থাকি,
আমি আনমনা থাকি,
হৃদয়ের কান্না যেন ছড়িয়ে পড়ছে
দিক থেকে দিগন্তে।
প্রতিধ্বনিত হচ্ছে আকাশে, বাতাসে।
সমাজ দেবতা, মানব দেবতা
কেউ শুনতে পায় না সেই আহাজারি।
যেন নীরব দর্শকের মত
দাঁড়িয়ে দেখছে সবাই
নিষ্ঠুর দৃশ্য।
নীরব কান্নার আওয়াজ ধ্বনিত হচ্ছে,
মানবতার আকাশে।
লুণ্ঠিত হচ্ছে মানবতা,
হারিয়ে যাচ্ছে মনুষ্যত্ব,
পরাজিত বিবেক।