লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধার না হলে ভোটের মাঠ অনিরাপদ থেকে যাবে

লোহাগাড়ায় মতবিনিময় সভায় নাজমুল মোস্তফা

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ২৮ ডিসেম্বর, ২০২৫ at ৬:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৫ (লোহাগাড়াসাতকানিয়া আংশিক) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে লোহাগাড়াসাতকানিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। থানা থেকে লুট হওয়া অস্ত্র এবং অবৈধভাবে মজুতকৃত আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার না হওয়ায় একটি ভয়ভীতি ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হলে প্রথম ও প্রধান শর্ত হলো অস্ত্রমুক্ত পরিবেশ নিশ্চিত করা। নির্বাচনের আগে অবিলম্বে লুট হওয়া ও অবৈধ সব অস্ত্র উদ্ধার না করা হলে ভোটের মাঠ নিরাপদ হবে না, থেকে যাবে সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা। জনগণ শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। গতকাল শনিবার সকালে লোহাগাড়া সদরের একটি হাইওয়ে রেস্টুরেন্ট হল রুমে উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সালাহউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির।

পূর্ববর্তী নিবন্ধআনজুমান ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি সিরাজুল হকের জানাযা সম্পন্ন
পরবর্তী নিবন্ধচন্দনাইশে অস্ত্রসহ একজন আটক