লুঙ্গি ফেলে হাতকড়াসহ পলায়ন, একমাস পর গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ অক্টোবর, ২০২৫ at ৬:০৫ পূর্বাহ্ণ

পুলিশ হেফাজত থেকে লুঙ্গি খুলে হাতকড়াসহ পালিয়ে যাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব৭। তার নাম মোহাম্মদ মাহবুব আলম (৪৩)। গতকাল ভোর পৌনে ৫টায় চান্দগাঁও থানাধীন ফয়জুল্লা বলির বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাহবুব গত ২২ সেপ্টেম্বর ডবলমুরিং থানার পাঠানটুলী গায়েবী মসজিদ এলাকা থেকে পালিয়ে যায়। তিনি একই এলাকার জাফর সওদাগর বাড়ির মো. ফজল করিমের ছেলে।

র‌্যাবএর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্‌ফর হোসেন জানান, পুলিশ হেফাজত থেকে পালানো আসামি মোহাম্মদ মাহবুব আলম চান্দগাঁওয়ে অবস্থান করছেএমন তথ্যের ভিত্তিতে গতকাল ভোরে অভিযান চালানো হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, গত বছরের ২০ নভেম্বর ডবলমুরিং থানায় দায়ের হওয়া এক মামলায় গত ২২ সেপ্টেম্বর গ্রেপ্তার হয়েছিলেন। তখন মাহাবুবকে হাতকড়া পড়িয়ে পুলিশের গাড়িতে উঠানো হয়। একপর্যায়ে উপস্থিত কয়েকজনের সঙ্গে পুলিশের তর্কাতর্কি হয়। এ সুযোগে লুঙ্গি পরিহিত মাহবুব লুঙ্গি ফেলে গাড়ি থেকে পালিয়ে যায়। তিনি মাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীতে হওয়া একাধিক মামলার আসামি।

পূর্ববর্তী নিবন্ধদুদকের রিমান্ডে আরামিটের তিন কর্মকর্তা
পরবর্তী নিবন্ধআমি আর এখানে থাকব না