লুকিয়ে রাজনীতি করার দিন শেষ : খসরু

| শনিবার , ২৬ নভেম্বর, ২০২২ at ৬:০১ পূর্বাহ্ণ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লুকিয়ে লুকিয়ে রাজনীতি করার দিন শেষ হয়ে গেছে। ত্রিশ বছরের নিচে যাদের বয়স তারাই আগামীতে দেশ পরিচালনা করবেন। গতকাল সকালে ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। খবর বাংলানিউজের।

প্রধান অতিথির বক্তব্যে খসরু বলেন, দেশে তরুণদের সংখ্যা ৬৫ শতাংশ। আর এই ৬৫ শতাংশই রাজনীতিতে স্বচ্ছতা চায়। রাজনীতিবিদরা কথা বলেন একটা আর করেন অন্যটা। এগুলো জাতীয় সরকারে হবে না। তিনি বলেন, তারেক রহমান তার জাতীয় সরকারের প্রতিটা বিষয়েই স্বচ্ছতা রাখবেন। কারণ তরুণ প্রজন্মরা স্বচ্ছতাই বিশ্বাস করে।

আগামী ১০ ডিসেম্বরের মহাসমাবেশ নিয়েও বক্তব্য দেন আমীর খসরু। আইন শৃক্সখলা বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে আমাদের অধিকারকে সংরক্ষণ এবং সুরক্ষা করা। ১০ তারিখ ঢাকা শহরে সমাবেশ হবে। আপনাদের দায়িত্ব হবে বিএনপি এবং জনগণের সাংবিধানিক সুরক্ষা করা। আইন-শৃক্সখলার প্রতি এই প্রত্যাশাই করব।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের ১৫ পৌরসভা পেল দুই কোটি ৮১ লাখ টাকা
পরবর্তী নিবন্ধদেশে ৮ মাসে ৮৩০ ধর্ষণ