লিভভে গোলাবারুদের গুদাম ধ্বংসের দাবি রাশিয়ার

| বৃহস্পতিবার , ১৬ জুন, ২০২২ at ৯:১১ পূর্বাহ্ণ

রাশিয়া বলেছে, তাদের ক্ষেপণাস্ত্র পশ্চিম ইউক্রেনের লিভভ অঞ্চলে একটি গোলাবারুদের গুদাম ধ্বংস করে দিয়েছে। গতকাল তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এ দাবি করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের। ওই গুদামটিতে যুক্তরাষ্ট্রের বানানো এম৭৭৭ হাউইৎজারসহ ইউক্রেনকে নেটো জোটের দেশগুলোর দেওয়া অস্ত্রের গোলাবারুদ রাখা ছিল বলে দাবি মস্কোর। তাদের এ দাবির সত্যতা রয়টার্স তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি। ব্রিফিংয়ে দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের একটি এসইউ ২৫ বিমান ভূপাতিত করার দাবিও করেছে তারা। তাদের ভাষ্য অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত রুশ বাহিনী ইউক্রেনের ২০৩টি বিমান ও ১৩১টি হেলিকপ্টার, এক হাজার দুইশর বেশি ড্রোন, ৩৩৯টি বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ট্যাংকসহ সাড়ে তিন হাজারের বেশি সাঁজোয়া যান, ৫২৪টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমস এবং প্রায় দুই হাজার কামান ও মর্টার ধ্বংস করেছে।

পূর্ববর্তী নিবন্ধমক্কায় খলিফা ওমরের সময়ের শিলালিপি
পরবর্তী নিবন্ধবেদনাদায়ক ক্ষতি ভোগ করছে ইউক্রেন : জেলেনস্কি