লিবিয়ায় মাফিয়াদের হাতে বিক্রি হওয়া দুই তরুণ দেশে ফিরেছেন

| বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ at ৭:২৭ পূর্বাহ্ণ

বাংলাদেশের দুই তরুণ ভালো চাকরির আশায় দালালের মাধ্যমে ২ বছর আগে পাড়ি জমিয়েছিলেন লিবিয়ায়; সেখানে যাওয়ার পর কাজের সন্ধান তো দূরের কথা মাফিয়া চক্রের হাতে বন্দির পরে নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারাতে বসেন তারা। ব্র্যাক ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ট্রাফিকিং ইন পারসনস অফিস ও ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের সহায়তায় উদ্ধার হওয়া সেই দুই তরুণ অবশেষে দেশে ফিরেছেন। ঝিনাইদহের মতিউর রহমান সাগর ও কুষ্টিয়ার তানজির শেখ গতকাল বুধবার সকাল সাড়ে ৭টায় বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এদিন ১৬২ জন বাংলাদেশি লিবিয়া থেকে ফিরেছেন; যারা বিভিন্ন কারণে দেশটিতে আটকা পড়েছিলেন। খবর বিডিনিউজের।

বিজ্ঞপ্তিতে ব্র্যাক জানিয়েছে, ২০২৩ সালে গ্রামের দালালের খপ্পড়ে পড়ে সাগর ও তানজির ৪ লাখ টাকা খরচ করে দেশ ছাড়েন লিবিয়ার উদ্দেশে। লিবিয়ায় ভালো প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাদেরকে। সেখানে কোনো কাজের সন্ধান পাওয়া যায়নি। বরং ইতালিতে পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচারকারীরা তাদের বিক্রি করে দেয় এক মাফিয়া চক্রের হাতে। ৮০ জন বাংলাদেশির সঙ্গে তাদেরও অন্ধকার একটি ঘরে আটকে রাখে তারা। বাড়ি থেকে টাকা আদায়ের জন্য আটক ব্যক্তিদের লোহার রড, লাঠি দিয়ে মারধর করে এবং বৈদ্যুতিক শক দিয়ে তাদের উপর নির্যাতন চালানো হয়।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধফরিদুল আলম চৌধুরী