লিবিয়ায় দালালের খপ্পরে পড়ে আটকে পড়া বাঁশখালীর ৯ প্রবাসী বাংলাদেশ দূতাবাস ও উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সার্বিক সহযোগিতায় অবশেষে তারা দেশে ফিরে এসেছে। দেশে ফিরে তারা গতকাল শুক্রবার বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসারের এসে কৃতজ্ঞতা জানান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, লিবিয়ায় অপহরণ হয়ে নির্যাতনের শিকার বাঁশখালীর ৯ জনের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় তাদের উদ্ধার করে নিরাপদস্থানে রাখার পর ভিডিও বার্তায় দেশে ফেরার আকুতি জানান তারা।