লিফটে আটকা আট বাসিন্দা ফায়ার সার্ভিসে উদ্ধার

বায়েজিদ গ্রীনভিউ আবাসিক

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২২ এপ্রিল, ২০২২ at ৫:০৮ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন গ্রীনভিউ আবাসিক এলাকার একটি বহুতল ভবনের লিফটে ৮ বাসিন্দা আটকা পড়েন। সংবাদ পেয়ে বায়েজিদ বোস্তামী থানা ফায়ার স্টেশনের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদের নিরাপদে উদ্ধার করেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আজিম ভবনে এ ঘটনা ঘটে।

বায়েজিদ বোস্তামী ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা কবির হোসেন আজাদীকে বলেন, ভবনটির নিচতলায় লিফটের ভেতরে ৮ জন আটকা পড়েন। প্রতিবেশী ও নিরাপত্তাকর্মীরা চেষ্টা করেও তাদের উদ্ধার করতে না পেরে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসকে খবর দেন।

ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে পাঁচ মিনিটের মধ্যে ৮ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। তারা লিফটে প্রায় ১৫ মিনিট আটকা ছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধফটিকছড়ি থেকে অপহৃত স্কুলছাত্রী মনছুরাবাদে উদ্ধার